বিজয়ী
- আবরার আকিব

রক্তে তোমার অদম্য তেজ
লক্ষ্য তোমার সামনে এগিয়ে যাওয়ার
,
সব জমাট বাঁধা ইটের দেয়াল কে ভেঙে চুরমার করে
,
ক্ষনজীবি সব প্রাণীদের পায়ের তলায় দাবিয়ে
,
বজ্রকন্ঠে শত্রুর বুকে দহন জ্বালিয়ে
,
কাটাতারের সব বাঁধন ছিন্ন করে
,
এগিয়ে চলো বিজয়ের লক্ষ্যে
!
বিজয় আসবেই একদিন বিজয় আসবেই

তুমি মহাবীর
,
তুমি উড়িয়ে দাও বিজয় কেতন

প্রচার কর মহাবাণী
,
তোমরা বিজয়ী জাতি
কেউ স্তব্দ করতে পারেনি তোমার কন্ঠস্বর
!
কালেমা তোমার অন্তরে গাথা
,
কেউ এটাকে মুছে দিতে পারবেনা

মহাগ্রন্থ আল কোরআন কে আকড়ে ধরে বেচে থাকো তোমরা

তোমাদের কেউ হারাতে পারবেনা

তবে যতই আসুক বাঁধা
,
সত্যের এ পথ থেকে হারিয়ে যেওনা

বিজয় আসবেই আসবে
,
বিজয়ী হওয়ার আগে বারবার পরাজিত হও
,
না হলে বুঝবে কী করে বিজয়ের মর্মবাণী
!
এর প্রতিফল এ জীবনে না পাও
পরকালে চেয়ে নিও
,
আল্লাহ যে মহান, আল্লাহ পরম করুনাময়
জীবনের না করে পরোয়া
,
ঝাপিয়ে পড়ো যুদ্ধে
শহীদি স্বাদ গ্রহন করতে ভয় কেন তোমার
বিজয়ের মিছিল একদিন না একদিন শামিল হবেই হবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।